আপনার কাজটির বিস্তারিত বিবরণ দিয়ে জব পোষ্ট করুন
১. জব পোষ্ট করতে কত ক্রেডিট খরচ হবে?
প্রতি জব পোষ্টের জন্য কমপক্ষে 12 ক্রেডিট বা প্রায় 1.2 টাকা
খরচ হবে তবে প্রতিটি কাজের জন্য আপনি কত বাজেট খরচ করবেন সেটা আপনার উপর নির্ভর করে, আপনার বাজেট বেশি হলে কর্মীরা খুব তাড়াতাড়ি কাজটি করতে উৎসাহীত হবে
আর বাজেট কম হলে কর্মীরা কাজটি কম করতে চাইবে এবং কাংখিত ফলাফল পেতে সময় লাগবে। তাই যথাসম্ভব ভাল পেমেন্ট প্রদান করার চেষ্টা করুন।
২. কত টাকায় কত ক্রেডিট?
৮০ টাকায় ৬০০ ক্রেডিট
৩.আমি ক্রেডিট কোথায় পাব?
আপনি হোম পেইজে দেওয়া টাক্সগুলো করে ক্রেডিট করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করে ক্রেডিট কিনে নিতে পারেন
৪. আমার দেওয়া কাজ গুলো কে কে করেছে এবং সব ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝব?
User Activity অপশন থেকে আপনার দেওয়া কাজ কে কে করেছে বিস্তারিত পাবেন । এছাড়া যারা কাজ করেছে তাদের কাজে যদি আপনি সন্তুষ্ট না হন তবে ২৪ ঘন্টার ভেতর উক্ত পেইজের লিষ্ট থেকে যার কাজে আপনি অসন্তুষ্ট তার পাশে থাকা Not Approve option এ ক্লিক দিন।
এতে এডমিন কাজটি রিভিও করবে এবং উক্ত কাজের পেমেন্টটি আপনার একাউন্টে জমা করে দেওয়া হবে। আর যদি কাজ ঠিক ঠাক থাকে তাহলে Approve option এ ক্লিক দিলে উক্ত ইউজার তার কাজের টাকা পেয়ে যাবে।
কোন কাজ যদি ২৪ ঘন্টার মধ্যে Approve অথবা Not Approve কোনটায় না করে থাকেন অটোমেটিক ২৪ ঘন্টা পর উক্ত কাজের জন্য ইউজার টাকা পেয়ে যাবে। সে ক্ষেত্রে যদি কাজটি ঠিক নাও হয় কোন কম্পেইন গ্রহণযোগ্য হবে না।
ক্রেডিট কিনতে ফোন করুন 01830767097 (৬০০ ক্রেডিট ৮০ টাকা)
বা
এখানে ক্লিক দিন